Cvoice24.com

চট্টগ্রামে আজ, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪০, ১৯ অক্টোবর ২০২১
পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে স্কটল্যান্ড

টানা দুই ম্যাচে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠল স্কটল্যান্ড। আজ মঙ্গলবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে পাপুয়া নিউগিনিকে ১৭ রানে হারায় স্কটিশরা। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে ৬ রানে হারায় স্কটল্যান্ড। 

মঙ্গলবার টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৬৫ রান করে স্কটল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৮ রানেই অলআউট হয় পাপুয়া নিউগিনি। ১৭ রানে হেরে যায় নিউগিনি। এই পরাজয়ে তাদের বিশ্বকাপ শেষ হয়ে গেলো।

এদিন ব্যাটিংয়ে নেমে  ৩.৪ ওভারে ২৬ রানে দুই ওপেনারের উইকেট হারায় স্কটিশরা। 

এরপর রিচি বিরিংটনকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েন ম্যাথু ক্রস। ১৪.৩ ওভারে দলীয় ১১৮ রানে ফেরেন ক্রস। তার আগে ৩৬ বলে দুই চার ও দুই ছক্কায় করেন ৪৫ রান। 

এরপর একাই লড়াই চালিয়ে যান রিচি বিরিংটন। ইনিংস শেষ হওয়ার ৮ বল আগে সাজঘরে ফেরেন এই তারকা ব্যাটসম্যান। তার আগে ৪৯ বলে ৬টি চার ও তিন ছক্কায় দলীয় সর্বোচ্চ ৭০ রান করেন। তার অনবদ্য ইনিংসের সুবাদে ৯ উইকেটে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে স্কটল্যান্ড।

স্কটিশদের সামনে দারুণ সুযোগ। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার স্বপ্ন দেখছে তারা। 

আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতলে সমীকরণে তাদের সম্ভাবনা থাকবে ভালোই। আর ইতিহাস বলছে, এ ম্যাচেও স্কটল্যান্ডের জয়ের সম্ভাবনা বেশি। এ পর্যন্ত দুই দেশ পরস্পর দুইবার মুখোমুখি হয়েছে। দুটোতেই স্কটল্যান্ড জয়ী হয়েছে। 

এমন এক লড়াইয়ে টসভাগ্যও সহায় হয়েছে স্কটিশদের। টস জিতে আমিরাতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েতজার।

স্কটল্যান্ড: ২০ ওভারে ১৬৫/৯ (রিচি বিরিংটন ৭০, ম্যাথু ক্রস ৪৫, কলাম ম্যাকলিয়ড ১০)।

পাপুয়া নিউগিনি: ১৯.৩ ওভারে ১৪৮/১০

ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী।

সর্বশেষ

পাঠকপ্রিয়