Cvoice24.com

আইসিইউ থেকে মাঠে নেমেই রিজওয়ান ৫২ বলে করলেন ৬৯ রান

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ১২ নভেম্বর ২০২১
আইসিইউ থেকে মাঠে নেমেই রিজওয়ান ৫২ বলে করলেন ৬৯ রান

গুরুতর বুকের ব্যথা নিয়ে দুই দিন হাসপাতালের আইসিইউতে ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরের দিনই ব্যাট হাতে নামে মাঠে। খেলেন  ৫২ বলে ৬৯ রানের অনবদ্য ইনিংস। পরে ১৯ ওভার পর্যন্ত করেছেন ইউকেট কিপিংও। 

পাকিস্তানের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে প্রাথমিকভাবে হালকা জ্বর ও সর্দির কথা বলা হলেও, গুরুতর বুকের ব্যথা নিয়ে দুই দিন হাসপাতালের আইসিইউতে ছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার।

সেমিফাইনাল ম্যাচের পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় রিজওয়ানের হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি। যা দেখে বিস্মিত গোটা ক্রিকেট দুনিয়া। আগের দিন আইসিইউ থেকে পরদিন কীভাবে দুর্দান্ত ইনিংস খেললেন রিজওয়ান? পুরো ২০ ওভার উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছেনও। 

এ নিয়ে পাকিস্তান দলের চিকিৎসক নাজিব সোমরো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘গত ৯ নভেম্বরের প্রচণ্ড বুকের ব্যথা উঠে রিজওয়ানের। তার এমন অস্বস্তি দেখে আমরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করাই। সেরে ওঠার জন্য দুই দিন আইসিইউ (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) বেডে থাকতে হয়েছে তাকে।’

নাজিব বলেন, ‘অবাক হলেও সত্যি যে, রিজওয়ান অস্বাভাবিক দ্রুততার সঙ্গে সেরে উঠেছে এবং ম্যাচের আগেই ফিট হয়ে গেছে। আমি বলব এটা তার দেশের জন্য নিবেদন ও আত্মত্যাগের উদাহরণ। আর মাঠে সে কেমন খেলেছে সেটা তো সবাই-ই দেখল।’

এরপরও আইসিইউ থেকে একজন ক্রিকেটারকে সরাসরি মাঠে নামানোর বিষয়টি কতটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল- এমন প্রশ্ন উঠতেই পারে।

এর জবাবে চিকিৎসক নাজিব সোমরো বলেন,  ‘এই সিদ্ধান্তটা পুরো টিম ম্যানেজম্যান্ট মিলে নিয়েছে। এটা দলের জন্য এক প্রকার মানসিক পরীক্ষাও ছিল। তাই আমরা পুরো বিষয়টি দলের বাইরে যেতে দেইনি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়