ব্রাজিলের সম্ভাব্য একাদশে যারা থাকছেন
সিভয়েস ডেস্ক

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে কাতারে পা রেখেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। বিশ্বকাপে ব্রাজিলের একাদশ কেমন হবে তা নিয়ে বেশ লুকোচুরি করেছে ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।
তবে এতো লুকোচুরির পরও ফাঁস হয়েছে সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচের একাদশ। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল গ্লোবো তাদের এক প্রতিবেদনে বলছে, ব্রাজিলের কোচ তিতে প্রচলিত ধারার বাইরের একাদশ নামাবেন। একজন সেন্ট্রাল মিডফিল্ডার কম খেলিয়ে মনোযোগ দিয়েছেন আক্রমণভাগে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার ( গোলরক্ষক), দানিলো, থিয়াগো সিলভা, মার্কুইনহোজ, অ্যালেক্স সান্দ্রো, কাসেমিরো, লুকাস পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র।
সার্বিয়ার সম্ভাব্য একাদশ:
ভানজা মিলিনকোভিচ-সাভিচ, মিলেনকোভিচ, মিত্রোভিচ, পাবলোভিচ, জিভকোভিচ, গুদেলজ, সার্জেস মিলিনকোভিচ-সাভিচ, কোস্টিক, তাদিচ, ভ্লাহোভিচ ও জোভিচ