Cvoice24.com

পর্তুগাল-সুইজারল্যান্ডের কোয়ার্টারে যাওয়ার লড়াই আজ 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৪, ৬ ডিসেম্বর ২০২২
পর্তুগাল-সুইজারল্যান্ডের কোয়ার্টারে যাওয়ার লড়াই আজ 

কাতার বিশ্বকাপের নকআউট পর্বের খেলা শেষ আজ। শেষ ম্যাচে জর্দান শাকিরির সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। দলের সেরা তারকা সিআর সেভেনের নেতৃত্বে কোয়ার্টার ফাইনলের মিশনে নামবে দলটি। পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এ তারকা ক্লাব ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপা জয়ের স্বাদ পেলেও ছুঁয়ে দেখতে পারেননি বিশ্বকাপের ট্রফি।

জাতীয় দলের জার্সিতে শুধু ইউয়েফা নেশন্স লিগের শিরোপাই উঁচিয়ে ধরতে পেরেছেন তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারের গোধূলিবেলায় রোনালদোর হাতে বিশ্বকাপের শিরোপা দেখতে চায় তার দেশ পর্তুগাল।

ঘানাকে ৩-২ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা হয় পর্তুগিজদের। নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে কোনো রকম পাত্তা না দিয়েই এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলর টিকেট নিশ্চিত করে তারা। তবে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলের হারটি ব্রুনো ফার্নান্দেজদের কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। 

অন্যদিকে বিশ্বকাপ যাত্রাটা সুন্দর হয়েছিলো সুইসদের। প্রথম ম্যাচেই ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শিরোপা লড়াই শুরু করেন তারা। কিন্ত নিজেদের দ্বিতীয় ম্যাচেই ব্রাজিলের কাছে হোঁচ। ম্যাচটি ১-০ গোলে হেরে বসলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়াকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছিলো সুইসরা।

এর আগে দল দুটি ২৫ বার মুখোমুখি হয়েছিল। যেখানে সুইসরা ১১টি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। বিপরীতে পর্তুগালের পক্ষে ফলাফল এসেছে ৯টিতে। বাকি পাঁচ ম্যাচে হয়েছে ড্র। 

সোমবার (৫ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস বলেন, আমরা সম্পূর্ণভাবে বিশ্বকাপের দিকে মনোযোগ দিয়েছি। দলকে সমর্থন করছি এবং এটাই আমাদের ফোকাস। আজকের ম্যাচটি খুব কঠিন হবে। তবে আমরা বিশ্বাস করি জিততে পারবো। আমরা ম্যাচ নিয়ে ভাবছি এবং সেটা নিয়েই চিন্তা করছি। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছি।

সুইস তারকা জর্দান শাকিরি ম্যাচ নিয়ে বলেন, পর্তুগাল ভালো দল, আমার মতে এই ম্যাচে তারাই ফেভারিট। তবে আমাদের সামর্থ্যও আছে। এই ম্যাচে আমরা ভালো পারফর্ম্যান্স করার চেষ্টা এবং তাদের সমস্যায় ফেলার চেষ্টা করব।

আরও পড়ুন: এই ব্রাজিল ভয়ঙ্কর সুন্দর, এই ব্রাজিল ভয়ঙ্কর ছন্দময়

ইউরোপের দল দুটি আজ দিবাগত রাত একটায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে কোয়াটারের লড়াইয়ে মাঠে নামবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়