Cvoice24.com

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯, ৭ ডিসেম্বর ২০২২
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ

পর্তুগাল-সুইজারল্যান্ড ম্যাচ দিয়ে শেষ হয়েছে কাতার বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই। ৩২ দল থেকে টুর্নামেন্টে টিকে রয়েছে মাত্র ৮ দল। দ্বিতীয় রাউন্ড শেষে নির্ধারিত হয়েছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল লাইনআপ। শুক্রবার (৯ ডিসেম্বর) শুরু হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। রাউন্ড অফ সিক্সটিনের মতো এ রাউন্ডেও প্রতিদিন থাকছে দুটো করে ম্যাচ।

প্রথম দিনই নামছে টুর্নামেন্টের ফেভারিট ব্রাজিল। রাত ৯টায় তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ওইদিন রাত ১টায় মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তারা লড়বে নেদারল্যান্ডসের বিপক্ষে।

শনিবার (১০ ডিসেম্বর) রাত ৯টার প্রথম ম্যাচে লড়বে স্পেনকে বিদায় করে দেয়া মরক্কো ও ও সুইসদের গুডবাই জানানো পর্তুগাল। ওইদিন রাত ১টায় হতে যাচ্ছে সম্ভবত এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্লকবাস্টার ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মোকাবিলা করবে উড়ন্ত ইংল্যান্ডকে।

কোয়ার্টার ফাইনালের পর রবি ও সোমবার কোনো খেলা নেই। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রথম ও বুধবার (১৪ ডিসেম্বর) দ্বিতীয় সেমিফাইনাল।
১৭ ডিসেম্বর (শনিবার) হবে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী ম্যাচ আর পরদিন ১৮ ডিসেম্বর হবে শিরোপা লড়াইয়ের ফাইনাল।

এক নজরে দেখে নেওয়া যাক, কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
৯ ডিসেম্বর, শুক্রবার (ব্রাজিল : ক্রোয়েশিয়া) রাত ৯টা এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
৯ ডিসেম্বর, শুক্রবার (নেদারল্যান্ডস : আর্জেন্টিনা) রাত ১টা লুসাইল স্টেডিয়াম, লুসাইল
১০ ডিসেম্বর, শনিবার (পর্তুগাল : মরক্কো) রাত ৯টা আল থুমামা স্টেডিয়াম, দোহা
১০ ডিসেম্বর, শনিবার (ফ্রান্স : ইংল্যান্ড) রাত ১টা আল বাইত স্টেডিয়াম, আল খোর

সর্বশেষ

পাঠকপ্রিয়