Cvoice24.com

সেরা উদীয়মান খেলোয়াড় এনজো 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৪:০২, ১৯ ডিসেম্বর ২০২২
সেরা উদীয়মান খেলোয়াড় এনজো 

বিশ্বকাপের শুরুতে হয়তো তার নামও জানতো না অনেকেই। তবে তিনিই শেষ পর্যন্ত হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নসারথী। তিনি আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। পুরো বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে হয়েছেন বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমে করেছিলেন অসাধারণ এক গোল। এরপর মাঝমাঠে আর্জেটিনার অতন্দ্র প্রহরী হয়ে যান এনজো ফার্নান্দেজ। দলের গোলে সাহায্য ও প্রতিপক্ষের বল আটকে দিয়ে স্কালোনির আস্থার প্রতিদান দেন তিনি।

এরপর পুরো বিশ্বকাপে মাঝমাঠে দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আর তাই বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেন এনজো ফার্নান্দেজ।   

সর্বশেষ

পাঠকপ্রিয়

: