Cvoice24.com

ওয়ানডেতে ‘৮০০০’ ক্লাবে তামিমই প্রথম বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ৫ আগস্ট ২০২২
ওয়ানডেতে ‘৮০০০’ ক্লাবে তামিমই প্রথম বাংলাদেশি

তামিম ইকবাল। -ফাইল ছবি

ওয়ানডেতে প্রথম বাংলাদেশি হিসেবে আট হাজার রান করলেন এ বাঁহাতি ব্যাটার তামিম ইকবাল। ২২৯ ওয়ানডে খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক এখন এ বাঁহাতি ব্যাটার।

সবমিলিয়ে বিশ্ব ক্রিকেটে ৩৩তম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করলেন তামিম। শুধু ওপেনারদের কথা বিবেচনা করলে, বিশ্বের নবম উদ্বোধনী ব্যাটার হলেন তিনি। তামিমের আগে ওয়ানডেতে ৮ হাজার রান করা ওপেনাররা হলেন শচিন টেন্ডুলকার, সনাৎ জয়াসুরিয়া, ক্রিস গেইল, অ্যাডাম গিলক্রিস্ট, সৌরভ গাঙ্গুলি, ডেসমন্ড হেইন্স, সাঈদ আনোয়ার ও হাশিম আমলা।

শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। আট হাজার রান থেকে ৫৭ রান দূরে ছিলেন তামিম। লিটনকে সঙ্গী করে সেই রান করে ওয়ানডেতে দেশের হয়ে প্রথম আট হাজার রানের মাইলফলকে পৌঁছান তিনি।

অবশ্য তার কিছুক্ষণ পর ৮৮ বলে ৬২ রান করে আউট হয়ে যান এ বাঁহাতি ব্যাটার। ততক্ষণে বাংলাদেশের ওপেনিং জুটিতে ১৪৯ রান হয়ে গেছে।

এর আগে, জিম্বাবুয়ে টস জিতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলকে।

সর্বশেষ

পাঠকপ্রিয়