Cvoice24.com

ওয়ার্ড-থানার আগে হচ্ছে না চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৭, ৫ ডিসেম্বর ২০২২
ওয়ার্ড-থানার আগে হচ্ছে না চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন

হচ্ছে হবে বলেও হচ্ছে না চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন। আগামী ১৮ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও ফের পিছিয়ে গেছে। ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন হওয়ার পরেই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। 

তিনি সিভয়েসকে বলেন, ‘বারবার তারিখ দেওয়া হলেও নানা জটিলতায় আমাদের ওয়ার্ড ও থানার সম্মেলন করা সম্ভব হয়নি। সেকারণে একাধিকবার নগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পিছিয়ে গেছে। জনসভা উপলক্ষে চট্টগ্রামে আসা পার্টির সেক্রেটারি কাদের ভাইয়ের সাথে গত শনিবার রাতে সম্মেলন নিয়ে কথা হয়েছে। উনি যুগ্ম সম্পাদক হানিফ ভাই ও সাংগঠনিক সম্পাদক স্বপন ভাইয়ের সামনে জানিয়েছেন, ১৮ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলন করা হবে না। প্রথমে ওয়ার্ড ও থানার সম্মেলন সম্পন্ন করতে হবে, এরপর নগরের সম্মেলন করার জন্য।'

সেই সম্মেলন কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের পর ছাড়া তা সম্ভব না। আগে ওয়ার্ড ও থানার সম্মেলন সম্পন্ন হোক। এটাই কেন্দ্রের নির্দেশনা।'

এ পর্যন্ত ১৩২টি ইউনিটের মধ্যে ১২৪টি ইউনিট সম্মেলন সম্পন্ন হলেও ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে সম্মেলন হয়েছে মাত্র তিনটিতে। আর ১৫ থানার মধ্যে একটিরও সম্মেলন করা সম্ভব হয়নি বলে জানান আ জ ম নাছির উদ্দীন। 

এরআগে গত ৯ নভেম্বর চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ১৮ ডিসেম্বর নগর আওয়ামী লীগের সম্মেলন করার ঘোষণা দিয়েছিলেন। 

ওই সময়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছিলেন, ‘নগর আওয়ামী লীগের সম্মেলন আগামী ৪ ডিসেম্বর করার কথা ছিল। তবে সেদিন নেত্রী চট্টগ্রামে একটি জনসমাবেশ করার আগ্রহ প্রকাশ করায় সেটি আর হচ্ছে না। পরে নেত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বললে উনি আমাকে আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন করার নির্দেশ দেন।’

তিনি আরও বলেন, ‘পলোগ্রাউন্ডের সমাবেশের প্রস্তুতির পাশাপাশি ইউনিট, ওয়ার্ড ও থানার সম্মেলনও চলবে। সবকিছু একসাথে চলবে। সবকিছু শেষ করে আগামী ১৮ ডিসেম্বর আমরা একটি সুষ্ঠু সুন্দর সম্মেলন সম্পন্ন করতে পারব বলে আশা করি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়