Cvoice24.com

কক্সবাজারে ছিনতাই মামলায় দুইজনের যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ৩০ জুন ২০২২
কক্সবাজারে ছিনতাই মামলায় দুইজনের যাবজ্জীবন

কক্সবাজারে ছিনতাই মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আরেক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুন দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার শহরের এবিসি ঘোনা’র আবুল কালামের পুত্র আবু ছিদ্দিক (৩৫) এবং কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের গাজীর ডেইল এর মমতাজ এর পুত্র মনির আলম (২০)।

১০ বছর সাজাপ্রাপ্ত আসামি হলো-কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের তেতৈয়ার ছৈয়দুল আমিনের পুত্র মো. সেলিম প্রকাশ পুতু (২০)।

আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরে সার্কিট হাউস সড়কে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায়  ২ জন আসামিকে যাবজ্জীবন ও অপর আসামিকে ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসাথে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদ্বয়ের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদয়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে ১০ বছর কারাদণ্ড হওয়া আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদয়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়