Cvoice24.com

চবি ছাত্রলীগকে গবেষণায় মনোযোগী হতে বললেন দীপু মনি

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ৪ জুন ২০২৩
চবি ছাত্রলীগকে গবেষণায় মনোযোগী হতে বললেন দীপু মনি

অস্বস্তিকর পরিবেশ তৈরি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট না করে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণায় উৎসাহী হতে পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট’ কর্তৃক ‘মাতৃভাষা পিডিয়ার ভুক্তি লিখন বিষয়ক কর্মশালায়’ উদ্ধোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সাময়িক অস্থিরতা চলছে সেটা কোনভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদের কাজ লেখা পড়া করা। অস্বস্তিকর পরিবেশ তৈরি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট না করে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণায় উৎসাহী হতে পরামর্শ দেন তিনি।

উদ্ধোধনী অনষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফের সভপত্বিতে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজ অধ্যাপক, গবেষক এবং নৃগোষ্ঠী সম্প্রদায়ের গবেষক ও লেখক উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়