Cvoice24.com

চবিতে ফোনালাপ ফাঁস: সেই মানিককে সাময়িক বহিষ্কার

চবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ৭ আগস্ট ২০২২
চবিতে ফোনালাপ ফাঁস: সেই মানিককে সাময়িক বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেনের দুইটি অডিও ফোনালাপ ফাঁসের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের নিম্নমান সহকারী মানিক চন্দ্র দাশকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আক্তার বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে তাকে সাময়িকভাবে  বহিস্কার করা হয়েছে। চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর যদি অভিযোগ সত্য হয় তাহলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।'

এর আগে একই ঘটনায় শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এসএম মনিরুল হাসান বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের  করে।

প্রসঙ্গত, গত শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মচারী নিয়োগে আর্থিক লেনদেনের দুইটি অডিও ফোনালাপ ফাঁস হয়েছে। এতে তিনজন নিয়োগপ্রার্থীর কাছ থেকে  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের নিম্নমান সহকারী মানিক চন্দ্র দাস ৮ লাখ ২০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ উঠে।

সিভয়েস/এমআর

সর্বশেষ

পাঠকপ্রিয়