Cvoice24.com

চবিতে ১২ ফুট লম্বা ‘বার্মিজ পাইথন’ সাপ উদ্ধার

চবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ২১ সেপ্টেম্বর ২০২২
চবিতে ১২ ফুট লম্বা ‘বার্মিজ পাইথন’ সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ১২ ফুট লম্বা ‘বার্মিজ পাইথন’ নামে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের হানিফ কটেজের পানির পাইপ থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু হলের পাশে জনমানবহীন নিরাপদ স্থানে সাপটিকে অবমুক্ত করা হয়।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর সমাজবিজ্ঞান গবেষণা ইন্সটিটিউট থেকে ১২ ফুট লম্বা বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শহিদুল ইসলাম শহিদ বলেন, ‘কেন্দ্রীয় মসজিদের পূর্বদিকের হানিফ কটেজের পানির পাইপের ভেতর থেকে প্রায় ১২ ফুট লম্বা অজগরটি পাইপে আটকা পড়ে। পরে খবর পেয়ে সাপের ধরায় অভিজ্ঞ আমার এক ছোট ভাইকে নিয়ে সাপটি উদ্ধার করি। পরে বিকেলে বঙ্গবন্ধু হলের পাশে গহীন নিরাপদ স্থানে অবমুক্ত করি দিই।'

শহিদ আরও বলেন, ‘এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ।  ইংরেজি নাম (Python bivittatus)। ওজন প্রায় ১৫ কেজি হবে। পাশের পাহাড় থেকে সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম বলেম, ‘সাপটির কথা আমরা শুনেছি। কয়েকজন শিক্ষার্থী সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়েছে। ওরা খুব সাহসের কাজ করেছে। তবে বিশেষজ্ঞ ছাড়া এই ধরনের কাজ বিপজ্জনক। উদ্ধারের কৌশল না জেনে সাপের সামনে না যাওয়ার অনুরোধ জানান তিনি।’

প্রসঙ্গত, এছাড়া গত ছয় মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে প্রায় সাতটি বিশালাকৃতির অজগর ধরা পড়ে। পরে সবগুলো সাপকেই ক্যাম্পাসের জনমানবহীন গহীন অরণ্যে ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়