Cvoice24.com

বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৯, ২৯ মে ২০২৩
বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

রাঙামাটির রাজস্থলীর গহীন অরণ্য থেকে বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (২৭ মে) রাজস্থলী রেঞ্জ এলাকা থেকে পাচারকারীদের হাত থেকে এটি উদ্ধার করা হয়। 

রবিবার (২৮ মে) সন্ধ্যায় ৬টার দিকে রাঙামাটি সার্কেল এর বন সংরক্ষক মো. মিজানুর রহমানের নির্দেশনায় পাল্পউড বাগান বিভাগ কাপ্তাইয়ের ডিএফও মো. নুরুল ইসলাম, রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো. শাহিন মিয়ার উপস্থিতিতে কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে এটি অবমুক্ত করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই বনবিভাগের রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো. শাহিন মিয়া জানান, শনিবার রাত ৮টার দিকে কাপ্তাই পাল্পউডের আওতাধীন রাজস্থলী রেঞ্জের গহীন অরণ্যে এক পাচারকারী একটি লজ্জাবতী বানর পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়ার খবর পায়। সংবাদ পেয়েই ঘটনাস্থলে রওনা দেন বনবিভাগের সদস্যরা। এক সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে ওই পাচারকারী বানরটি ফেলে পালিয়ে যায়। 

সর্বশেষ

পাঠকপ্রিয়