Cvoice24.com

মধ্যরাতে আগুনে পুড়লো ৯ দোকান

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৪, ২৭ মে ২০২৩
মধ্যরাতে আগুনে পুড়লো ৯ দোকান

রাঙামাটির লংগদু উপজেলার মাইনি বাজারে মধ্যরাতের আগুনে পুড়েছে ৯টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। 

শুক্রবার (২৬ মে) দিবাগত রাত তিনটার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছেন ফায়ার সার্ভিস।

লংগদু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সেলিম জানান, আমরা রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আমাদের দেড় ঘণ্টা সময় লাগে। এতে ৯টি দোকান পুরোপুরি পুড়ে যায়। ধারণা করছি বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে কোন দোকান থেকে আগুনের সূত্রপাত তা বলা যাচ্ছে না।

আগুনে ক্ষতিগ্রস্থ দোকানিরা হলেন— আল আমিন, হারুন অর রশিদ, সুমন, পিন্টু,মো. মমতাজ, সরুজ, হারুন অর রশিদ,মালাম খাঁ, কলম।

মাইনি বাজারের ব্যবসায়ী নেতারা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে লেপতোশক দোকান, প্রসাধনী, স্বর্ণ, কম্পিউটার, চায়ের ও জুতার দোকান ছিল।

তারা ৯টি দোকানে প্রায় ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করলেও, ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা বলে জানায়।

শনিবার (২৭ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য আছমা আক্তার।

সর্বশেষ

পাঠকপ্রিয়