Cvoice24.com

মিরসরাইয়ে আলোকসজ্জা করে জরিমানা গুনলো বাড়ির মালিক

মিরসরাই প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৩, ১১ আগস্ট ২০২২
মিরসরাইয়ে আলোকসজ্জা করে জরিমানা গুনলো বাড়ির মালিক

চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়িতে আলোকসজ্জা ও রাত ৮টার পর দোকান খোলা রাখায় এক বাড়ির মালিক ও দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। 

বুধবার ( ১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা। এসময় এক বাড়ির মালিক ও দুই দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

জানা যায়, বুধবার রাতে মিরসরাই পৌরসভার কলেজ রোড় এলাকায় নিজ বাড়িতে আলোকসজ্জা করে বিদ্যুৎ অপচয় করার কারণে শফিকুল মাওলা নামে এক বাড়ির মালিককে ২ হাজার টাকা এবং সুফিয়া রোড় এলাকায় রাত ৮টার পর দোকান খোলা রাখায় ২ দোকানি আব্দুল আউয়াল ও রবীন্দ্র নাথকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা বলেন, বিদ্যুৎ অপচয় করায় এক বাড়ির মালিক ও দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ অপচয় না করতে নির্দেশনা দেওয়া হয়। অভিযান অব্যাহত থাকবে। যদি মানুষ সচেতন না হয় তাহলে জরিমানা পরিমাণ আমরা আরও বৃদ্ধি করবো।

সিভয়েস/এফএম/পিবি

সর্বশেষ

পাঠকপ্রিয়