Cvoice24.com

রামগড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২২:১২, ১৩ মে ২০২২
রামগড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি, শিক্ষকের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী ছাত্রীর পরিবার। 

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে উপজেলার ১নম্বর রামগড় ইউনিয়নের থানাচন্দ্র পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৩ মে) বিকেলে ভুক্তভোগীর পরিবার স্থানীয়  জনপ্রতিনিধি ও ত্রিপুরা কল্যাণ সংসদের নেতৃবৃন্দের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।

অভিযুক্ত শিক্ষকের নাম মো. বেলায়েত হোসেন (৪২)। তিনি একই ইউনিয়নের লামকুপাড়া এলাকার নুরুল হুদার ছেলে এবং ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মে) বিকেল সাড়ে ৩টার সময় বিদ্যালয় ছুটির পর অভিযুক্ত শিক্ষক বেলায়েত হোসেন বাড়ির কাজ দেখানোর কথা বলে ঐ ছাত্রীসহ অপর এক ছাত্রীকে ক্লাসরুমে যেতে বলে। পরে অপর ছাত্রীকে ক্লাসে বসিয়ে রেখে ঐ ছাত্রীকে ক্লাসের বাইরে বিদ্যালয়ের টিউবওয়েলের পাশে নিয়ে শারীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এসময়  ছাত্রীটি শারীরিকভাবে অসুস্থ থাকায় অভিযুক্ত শিক্ষক ছাত্রীটির হাতে ১০০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।

বাড়ি যাবার পর ছাত্রীটি বিষয়টি তার মাকে জানালে শুক্রবার (১৩ মে) বিকেলে তার পরিবার স্থানীয়  জনপ্রতিনিধি ও ত্রিপুরা কল্যাণ সংসদের নেতৃবৃন্দের মাধ্যমে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে রামগড় থানায় অভিযোগ দায়ের করে।

মামলার বাদী ছাত্রীর মা বলেন, মেয়ে স্কুল থেকে ফিরে কাঁদতে কাঁদতে তাকে ঘটনার বিষয়টি জানান। তিনি বেঈমান এ শিক্ষকের কঠোর শান্তি দাবি করেন। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াছ জানান, বিষয়টি সম্পর্কে তিনি জানেন না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়