Cvoice24.com

রূপনা চাকমাকে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২০, ২১ সেপ্টেম্বর ২০২২
রূপনা চাকমাকে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পর্বতের মতো দাঁড়িয়ে একের পর এক সাফ নারী চ্যাম্পিয়নশিপে গোলপোস্টে গোল রক্ষা করা মেয়েটি রাঙামাটির রূপনা চাকমা। এ-ই সেরা গোলরক্ষকের বেড়ে উঠা নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড ভূঁইয়াদামে জরাজীর্ণ বাড়িতে। 

বিষয়টি প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নজরে এলে রূপনা চাকমাকে পাকা ঘর  নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসককে। 

এই নির্দেশনার কথা নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। 

তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে দ্রুত সময়ের মধ্যে রূপনা চাকমার ঘরটি নির্মাণের জন্য। এরই মধ্যে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে ঘর করে দিতে পারবো।

রূপনার বাড়ি যেতে হয় রাঙামাটি খাগড়াছড়ি সড়কের পাশে গাড়ি রেখে ফসলী জমি, জনশূণ্য পাহাড়ি মেঠো পথে, তারপর জলাশয়ের উপর বাঁশের সাঁকো পেরিয়ে। আর তারপরই মেলে রূপনার বাড়ি। একটি ভাঙা জরাজীর্ণ বাড়িতে দুটো রুম। মাথা নিচু করে একটিতে দেখা যায় রূপনার সাফলের নানা ছবি পুরষ্কার। 

সর্বশেষ

পাঠকপ্রিয়