Cvoice24.com

রাউজানে হেফাজতের শানে রেসালত সম্মেলন ৯ ডিসেম্বর 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১০:৫৭, ৪ ডিসেম্বর ২০২৪
রাউজানে হেফাজতের শানে রেসালত সম্মেলন ৯ ডিসেম্বর 

হেফাজতে ইসলাম চট্টগ্রামের রাউজান উপজেলা শাখার শানে রেসালত সম্মেলন আগামী ৯ ডিসেম্বর নোয়াপাড়া পথেরহাট চত্বরে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন হেফাজত আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রধান বক্তা থাকবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।

সম্মেলনে উপস্থিত থাকবেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম খলিল আল্লামা খলিল আহমেদ কাসেমী ও আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম আল্লামা আবু তাহের নদভী। 

এদিকে সম্মেলনের প্রস্তুতি সভা মঙ্গলবার (৩ ডিসেম্বর) নোয়াপাড়া পলোয়ানপাড়া মাদ্রাসার হলরুমে মাওলানা শফিকুল ইসলাম ওয়াবাদির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান শাখার আমীর মাওলানা সেহাবুদ্দীন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম।

বক্তব্য রাখেন মৌলানা আবদুস ছমি, মৌলানা রিদোয়ান, মৌলানা আবদুল হামিদ, কারী আবদুস ছত্তার, মৌলানা মাহমুদ উল্লাহ, মৌলানা আজিজুল্লাহ, মাস্টার হারুন, আবুল হোসেন, খোরশেদ আলম, মনছুর আলম, মো. নজরুল, মো. ইয়াসিন, মিনহাজ, কামঅল উদ্দীন, আবদুল্লাহ, খোরশেদ প্রমুখ।

বক্তারা আগামী ৯ ডিসেম্বর শানে রেসালত সম্মেলনে ধর্মপ্রাণ সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: