খাল রক্ষায় নৌকা নামাবেন চসিক মেয়র
নগরের জলাবদ্ধতা নিরসনে চারটি প্রকল্প শেষ হলে উদ্ধার হওয়া খালগুলোতে নৌকা ও স্পিডবোট চালু করা হবে। নৌকা ভ্রমণের সুযোগ করে দিয়ে ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত রাখা হবে। এমন পরিকল্পনা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর।