ডোর টু ডোর প্রকল্পের সরঞ্জাম পড়ে আছে নগর ভবনে
বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে সাত বছর আগে বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য ‘ডোর টু ডোর’ প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম সিটি করপোরেশন। ময়লা সংগ্রহ করতে সে-সময় ৪১টি ওয়ার্ডের বাসা-বাড়িতে বিনামূল্যে দেওয়া হয় ময়লা রাখার বিন। গত সাড়ে তিনবছর ধরে বিনামূল্যের এই বিন পড়ে আছে পুরাতন নগর ভবনের সাতটি কক্ষে। পুরনো নগর ভবন ভাঙতে গিয়ে এবার এই বিন নিয়ে দোটানায় পড়েছে সংস্থাটি। বিনগুলো ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করবে নাকি ভাঙ্গারি হিসেবে বিক্রি করে দেবে