একুশে বইমেলায় আসছে সালমান হাবীবের ‘মনে পড়ে মনও পুড়ে’
অমর একুশে বইমেলায় বারোতম কাব্যগ্রন্থ ‘মনে পড়ে মনও পুড়ে’ নিয়ে আসছেন কবি ও কথাসাহিত্যিক সালমান হাবীব। বইটির প্রচ্ছদ করেছেন আহমেদ বোরহান। প্রকাশ করেছে পুনশ্চ পাবলিকেশন। এছাড়াও অনলাইনে রকমারি ডটকম ও বুকমার্কেও বইটি পাওয়া যাবে।