পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নওমুসলিমের মৃত্যু, দাফন নিয়ে পরিবারের সঙ্গে বিরোধ
চট্টগ্রামের পটিয়া বাদামতল মোড়ে সড়ক দুর্ঘটনায় আহমাদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এসময় হাসান নামে তার এক সহকর্মীও আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।