শরতের কাশফুল জানান দেয় ভালোবাসা
প্রতিবছরই বাংলা ক্যালেন্ডারে শরৎ আসে তবে শরৎ কি শুধু একা আসে! না, এই ঋতুটি আসে তার সব ভালোবাসা ও কাশফুলের শুভ্রতা নিয়ে। বর্ষার মেঘের অন্ধকার ভেদ করে এসে প্রকৃতি প্রেমিকদের মনে আনন্দের দোলা দিতে। প্রতিবারই এসে জানান দেয় ভালোবাসা কাশফুলের শুভ্রতার মতোই সুন্দর, আর মসৃন।