Cvoice24.com
কথাসাহিত্যিক লেখক আহমদ ছফার কীর্তি ও স্মৃতি চিহ্ন সংরক্ষণ করা হোক! 

২৮ জুলাই ২৩তম প্রয়াণ দিবসে স্মরণকথাসাহিত্যিক লেখক আহমদ ছফার কীর্তি ও স্মৃতি চিহ্ন সংরক্ষণ করা হোক! 

“বস্তুত বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ কাব্য গীতাঞ্জলী নয়, বলাকা নয়, সোনার তরী নয়। আর দাবায়ে রাখবার পারবা না” (শেখ মুজিবুর রহমানা ও অন্যান্য প্রবন্ধ) কিংবা “মাঝে মাঝে ভাবি চাষারা লাঙলের মুঠি ধরে দেশটা টিকিয়ে রেখেছে, নয়তো অসাধু আমলা, দুর্নীতিবাজ, রাজনীতিক এবং ফটকা ব্যবসায়ীরা দেশের সমস্ত মাটি মণ মেপে বিদেশে চালান দিত”(গাভি বৃত্তান্ত)-  আমরা এমন এক যুগে বাস করছি, যখন রক্ত দিয়েই চিন্তা করাতে বাধ্য হচ্ছি। চারদিকে এত অন্যায়, অবিচার, এত মূঢ়তা ও কাপুরুষতা ওঁৎ পেতে আছে যে, এ ধরনের  পরিবেশে নিতান্ত সহযে বোঝা যায় এম কথাও চেঁচিয়ে না বললে কেউ কানে তুলে না (বৃদ্ধবৃত্তির নতুন বিন্যাস) কথাসাহিত্যিক আহমদ ছফার উক্তিগুলো হৃদয় স্পর্শ করে। বর্তমান সময়ে কথাসাহিত্যিক লেখক আহমদ ছফাদের মতো স্পষ্টবাদী  চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার মতো ভালো ও দরদী মানুষের বড়ো অভাব। তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক  লেখক বুদ্ধিজীবী ও আপাদমস্তক একজন মানবিক মানুষ।