Cvoice24.com
corona-awareness
বাবা মানে নির্ভরতার আকাশ— গণমাধ্যম কর্মীদের স্মৃতিচারণ

বাবা মানে নির্ভরতার আকাশ— গণমাধ্যম কর্মীদের স্মৃতিচারণ

‘বাবা’ দুই বর্ণের এ ছোট শব্দের অবদান অনস্বীকার্য-অতুলনীয়। বাবা শাশ্বত, চির আপন, চিরন্তন। বাবা মানে নির্ভরতার আকাশ আর অশেষ নিরাপত্তার চাদর। সন্তানের কাছে প্রত্যেক বাবাই প্রিয়। কারও কাছে বটবৃক্ষের মতো আবার কারও কাছে বাবা আলাদিনের চেরাগ। বাবা থাকলে সন্তানের হাতের মুঠোয় থাকে দুনিয়ার সব সুখ। আবার যার বাবা নেই তার কাছে সমস্ত দুনিয়া অন্ধকার।  যে বাবার শাসনের মুখোমুখি হয়ে সন্তানের চোখে ভয়ের প্রতিচ্ছবি দেখা যায়। আবার সে বাবার আদরে মুহূর্তেই আনন্দে অশ্রুর ঢেউ খেলে সন্তানের চোখে। সন্তানের জীবনকে বাস্তবতার মুখোমুখি এনে সকল প্রতিকূলতা ডিঙিয়েও খাটি যোদ্ধা হওয়ার শিক্ষাও দেন বাবারাই। 

ফিচার বিভাগের সব খবর