ভারতের রাষ্ট্রপতি ভবনে এক টুকরো ‘বাংলাদেশ’
বাংলাদেশ ও ভারত। পাশাপাশি দুইটি শব্দের অবস্থান এবং উচ্চারণ যেমন মধুর ও ভালোবাসার ঠিক তেমনি ভৌগলিকভাবে দুইটি দেশের মানুষের সম্পর্ক ও অবস্থান মধুর এবং হৃদয়ের। মাছে ভাতে বাঙালি। আর বাঙালির অতিথিপরায়নের কথা নাই বললাম। বাংলাদেশীরা বিশ্বের সবচেয়ে বেশি অতিথি পরায়ণ জাতি। অতিথির মন রক্ষা করতে বাঙালিরা সবকিছুই করে। আর ভারতীয়রাও বা কম কিসের। তারাও কি কম অতিথি পরায়ণ? ভারতীয়দের কাছে অতিথি মানে স্বয়ং নারায়ণ। তাই খাতির যত্নও বেশি। বাংলাদেশ, ভারত এবং অতিথি পরায়ণ নিয়ে কেন এত কথা বলছি সেই বিষয়ে এবার আসি।