‘অনন্তকালের নিদ্রায় শায়িত থাকবে বন্ধু তুমি পবিত্র মাটিতে’
দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে আমি আর মোছলেম উদ্দিন এই চট্টগ্রাম শহরে একই সঙ্গে রাজনীতি, মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি সহকর্মী-বন্ধুর মতো। আমার বাড়ি দামপাড়ায়; তাঁর বাড়ি রাস্তার ওইপাড়েই লালখান বাজার এলাকায়।