দুশোর বেশি মানুষ সেন্টমার্টিনে আটকা
বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন অন্তত দুই শতাধিক পর্যটক। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলতি মৌসুমে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী।