সিভয়েস অনুসন্ধান/মোহরায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পিডিবির পুকুর চুরি
পাশে দুই একরের বেশি খালি জায়গা। আছে সরকারি খাস জমিও। তবুও বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) হচ্ছে একটি পুকুরের ওপর। চট্টগ্রাম নগরের মোহরার ওয়াসা বালুরটাল এলাকার শতবর্ষী এই পুকুরটি শতাধিক মানুষের ব্যবহারযোগ্য পানির উন্মুক্ত উৎস। অথচ পুকুরটিকে ‘পরিত্যক্ত’ দেখিয়ে সরকারের পাঁচটি দফতরের চোখ ফাঁকি দিয়ে জমি অধিগ্রহণের কাজও শেষ করে ফেলেছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে পুকুর ভরাট, সয়েল টেস্ট, পাইলিংসহ এই বিদ্যুৎ উপকেন্দ্রের খরচ বেড়ে দাঁড়াবে দ্বিগুণ।