কার দোষে ওরা ‘বড় অপরাধী’?
‘মানুষ আমার ১৬ বছরের ছেলেকে ‘ডাকাত ডাকাত’ ডাকা শুরু করছে। আমার ছেলেটা লজ্জায় অপমানে ঘর থেকে বের হতে চায় না— বলছিলেন বয়সের বেড়াজালে পড়ে কারাভোগ করে আসা এক শিশুর অভিভাবক। ঘটনাস্থল থেকে শিশুটি থানায় এসে বনে যায় প্রাপ্তবয়স্ক আসামি। বয়স নির্ণয় ছাড়া, এমনকী কোনরকম পরিচয়পত্র দাখিল না করে মামলার নথিতে তাদের প্রাপ্তবয়স্ক আসামি উল্লেখ করে চালান করে দেওয়া হয় আদালতে। ফলে সংশোধনাগারের পরিবর্তে তাদের ঠাঁই হয় কারাগারে। সিভয়েস প্রতিবেদকের অনুসন্ধানে উদঘাটিত হয়েছে এমন অন্তত ১০টি ঘটনা। এছাড়াও এসব শিশুদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করার ঘটনাও ঘটেছে।