সংকট অজুহাতে টানা তিন দফায় ২৩ টাকা দাম বেড়েছে চিনির
চিনির স্বাদ মিষ্টি হলেও দফায় দফায় দাম বাড়ার কারণে তা ভোক্তাদের কাছে হয়েছে গলার কাঁটা। রমজানে কি হবে এমন শঙ্কা ক্রেতার মনে। গত তিনমাসে তিন দফায় চিনিতে মোট ২৩ টাকা বাড়িয়েছে সরকার। পাশাপাশি গত ছয়মাসে পণ্যটির আমদানি কমেছে প্রায় দুই লাখ টন। মূলত বিশ্ববাজারে চিনির দাম বৃদ্ধি, এলসি জটিলতা, ডলারের কারণে চিনি আমদানিতে শুল্ক বৃদ্ধি ও উৎপাদন খরচ বৃদ্ধির জন্য অস্থিরতা কাটছে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।