Cvoice24.com
প্ল্যাসিডিয়ান ওল্ড স্কাউটস গিল্ড’র ৩য় বার্ষিক ক্যাম্পিং সম্পন্ন

প্ল্যাসিডিয়ান ওল্ড স্কাউটস গিল্ড’র ৩য় বার্ষিক ক্যাম্পিং সম্পন্ন

সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন স্কাউটদের সংগঠন ‘প্ল্যাসিডিয়ান ওল্ড স্কাউটস গিল্ড’(পিওএসজি) এর ৩য় বার্ষিক ক্যাম্পিং সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম শহর থেকে ৩৬ কিমি দূরে, রাঙ্গুনিয়ায় বিশাল এলাকা জুড়ে পরিবেষ্টিত মেহগনি গাছের বাগান এবং বিশাল পুকুরে সাঁতার ও এডভেঞ্চারাস লাইফ বোট চালানোর সুবিধাসহ অনিন্দ্য সুন্দর এক প্রাকৃতিক এলাকা এই ঘাটচেক হাজারীবাড়ী। স্কাউট ক্যাম্পিং এর জন্য অত্যন্ত উপযুক্ত এই স্থানে সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন স্কাউটদের এবারের এই ক্যাম্পিং এর শিরোনাম ছিল ‘ঈগলস মিট-২০২৪’। 

প্রেস রিলিজ বিভাগের সব খবর