Cvoice24.com
চট্টগ্রামে শেষ ৪ ভূমিকম্পের উৎপত্তিস্থল একই স্থানে, সামনে বড় বিপদের আশঙ্কা 

চট্টগ্রামে শেষ ৪ ভূমিকম্পের উৎপত্তিস্থল একই স্থানে, সামনে বড় বিপদের আশঙ্কা 

চট্টগ্রামে গত চার মাসে সংঘটিত চারটি ভূমিকম্পই রিখটার স্কেলে ৫ মাত্রা ছাড়িয়ে গেছে। কাছাকাছি মাত্রার এসব ভূমিকম্পের উৎপত্তিস্থলও ছিল একেবারে কাছাকাছি জায়গায়। যার উৎপত্তিস্থল ছিল ভারত ও মিয়ানমারের সীমান্তে অবস্থিত বার্মিজ ফল্ট লাইনে। এসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ভূমিকম্প বিশেষজ্ঞরা অনুমান করছেন— যে স্থান থেকে এসব ভূমিকম্পের উৎপত্তি হচ্ছে সেই স্থানে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। একই জায়গায় আগামীতে আরও বড় মাত্রার ভূমিকম্প সংগঠিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তেমন কিছু হলে চট্টগ্রামে জানমালের চরম ক্ষয়ক্ষতির আশংকার কথাও জানাচ্ছেন তারা।

nagad