ভোটের মাঠে ফিরলেন ফরিদ মাহমুদ, আপিলেও ঝরে গেলেন অচেনা সেই দুজন
চট্টগ্রাম-১০ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন চার মাস আগের উপনির্বাচনে এমপি হওয়া মহিউদ্দিন বাচ্চু। স্বতন্ত্র হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী ঘরনার মঞ্জুর আলম। জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ফ্রন্ট, সুপ্রিম পার্টি, জাসদ, বিএনএফের প্রার্থীসহ আরও ১২ জন ভোটের মাঠে। তবে ‘ভোটের খেলা’ জমবে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে মনোনয়নবঞ্চিত স্বতন্ত্রের।