জিসিএলের ড্রাফটে নারী গ্র্যান্ডমাস্টারকে নিয়ে কাড়াকাড়ি
প্রথমবারের মতো ফিদে ও টেক মাহিন্দ্রার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে গ্লোবাল চেজ লিগ (জিসিএল)। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দাবার এই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ে। ড্রাফটে নারী গ্র্যান্ডমাস্টার হউ ইয়িফানকে নিয়ে সর্বোচ্চ বিড হয়েছে।