ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ক্যারিবীয়দের কাছে ৩৫ রানে হার
ডমিনিকায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হেরে গেছে বাংলাদেশ। উইন্ডসর পার্কে রোববার (৩ জুলাই) ক্যারিবীয়দের ১৯৪ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে টাইগারদের ইনিংস থামে ১৫৮ রানে। এ পরাজয়ে আরও একবার ব্যাটসম্যানদের ব্যর্থতার দায় চোকাতে হলো বাংলাদেশ দলকে। যদিও এদিন ‘খারাপ’ করার প্রতিযোগিতায় নেমেছিলেন বোলাররাও। তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে গেল রিয়াদবাহিনী।