Cvoice24.com
   কলম
সুবুদ্ধির প্রচারক হয়রত মতিয়র রহমান শাহ্ ফরহাদাবাদী

সুবুদ্ধির প্রচারক হয়রত মতিয়র রহমান শাহ্ ফরহাদাবাদী

মানব যখন ধর্মের নৈতিকতা বাদ দিয়ে আচারিকতাকে ধর্ম হিসেবে গ্রহণ করেছে, ধর্ম বিচ্ছিন্ন হয়ে অনুভূতিহীন রোবটে পরিণত হয়েছে ; তখন হযরত গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর উন্মুক্ত আধ্যাত্মবাদের ধারাবাহিকতায় অষ্টাদশ শতকের শেষ লগ্নে মজজুবেসালেক, কাশফ ও কারামতের খনি, গাউসেভাণ্ডার হযরত মতিয়র রহমান শাহ্ (ক.) ফরহাদাবাদী (প্রকাশ শাহ্ছাহেব কেবলা) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন পূর্ব ফরহাদাবাদ গ্রামে (মতিভাণ্ডার দরবার শরিফ নামে পরিচিত) ২৪ ফাল্গুন ১৮৯৮ খ্রিস্টাব্দ মোতাবেক ৮ মার্চ সোমবার মাতৃগর্ভ আউলিয়া হিসেবে আগমন করে সুবুদ্ধির বাণী প্রচার করেছেন। পিতা- হজরত শাহ্সুফি আহমদ আলী (রহ.),মাতা- মোছাম্মৎ আলিমুন্নেছা । পিতা-মাতা উভয়েই সুফি ছিলেন।

কলম বিভাগের সব খবর