Cvoice24.com
corona-awareness
জোরদার হবে ‘মেড ইন বাংলাদেশ’ ভিশন

জোরদার হবে ‘মেড ইন বাংলাদেশ’ ভিশন

প্রস্তাবিত বাজেটকে নানা জনে নানানভাবে ব্যাখ্যা করছেন। পক্ষে-বিপক্ষে বহুবিধ মত আছে। আমার বিবেচনায় এটি হল – মেড ইন বাংলাদেশ – ভিশনকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার বাজেট। আমাদের মতো আর্থিক কাঠামোর দেশে এখনই সবার সব চাওয়া পূরণ করা কোনো অর্থমন্ত্রীর পক্ষে সম্ভব নয়; এর আগেও সম্ভব হয়নি। আশা করি সামনের দিনে হবে। এমন দিন নিশ্চয়ই সমাগত, যেখানে দাবি জানানোর আগেই অর্থমন্ত্রীরা সেসব চাওয়ার দিকে নজর দিতে পারবেন। অন্তর থেকে আমি এটা বিশ্বাস করি। আমরা যারা এটা বিশ্বাস করি – তারা এটাও বিশ্বাস করি যে ‘মেড ইন বাংলাদেশ’ এজেন্ডার মাধ্যমেই আমাদের সেই নিকট ভবিষ্যৎ-কে বাস্তবতায় নিয়ে আসার মন্ত্র নিহিত রয়েছে।

মুক্তমত বিভাগের সব খবর