বাসি খাবার পরিবেশন করায় চবির সোহরাওয়ার্দী ক্যাফেটেরিয়ায় তালা
পঁচা, বাসি ও ময়লাযুক্ত খাবার পরিবেশন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হল ক্যাফেটেরিয়ায় অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছে শাখা ছাত্রলীগের কর্মীরা। আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ক্যাফেটেরিয়াতে তালা ঝুলায় তারা।