কাপ্তাইয়ের বাজারে মিলছে বল সুন্দরী বরই
নাম তার বরই, কেউ বা ডাকে কুল। তবে ছোট থেকে বড় সবার কাছেই বেশ জনপ্রিয় এই ফলটি। দেখতে সুন্দর, খেতে টক, মিষ্টি। সুস্বাদু এই ফলটির কদর রয়েছে সব খানে। পার্বত্য অঞ্চলের পাহাড় ও সমতলে বেশ ভালো ফলন হয়ে থাকে ফলটির। গত কয়েক দশকে পার্বত্য অঞ্চলে আম, কাঁঠাল, লিচু, আনারস ও অন্যান্য ফলনের পাশাপাশি কুল চাষ করে স্বাবলম্বী হচ্ছেন স্থানীয় চাষীরা। ন্যায্যমূল্য পাওয়া, অনুকূল আবহাওয়া ও অন্যান্য ফসলের তুলনায় খরচ এবং রোগবালাই কম হওয়ায় কুল চাষ দিন দিন বাড়ছে। অনেক চাষী মৌসুমি চাষাবাদের পরিবর্তে স্থায়ীভাবে নিজের জমিতে কুল চাষ করছেন।