মুনাজাত
মু সেলিম চৌধুরী
তোমার সকাশে করুণার আশে
তুলেছি যুগলকর,
ক্ষমা করো আজ যত হীনকাজ
করেছি জীবনভর।
রিক্ত হস্তে সিক্ত নয়নে
ফিরায়ে দিও না প্রভু,
আমি মহাপাপী, দয়া হতে তব
নিরাশ হইনি তবু।
ভুলেছি তোমারে, ডুবেছি আঁধারে
পথ খুঁজে নাহি পাই,
তুমিতো খালেক, আমি নালায়েক
তোমার করুণা চাই।
নাহি সম্বল শুধু আঁখি জল
সকাতর নিবেদন,
ওহে প্রাণধন তোমার মতন
আর কে আছে আপন।