Cvoice24.com

বামে মশা ডানে মশা

লেখা: অ্যালেক্স আলীম

প্রকাশিত: ২২:০৫, ২০ আগস্ট ২০২৩
বামে মশা ডানে মশা

আজ বিশ্ব ‘মশা দিবস’। প্রতিবছর ২০ আগস্ট পালিত হয় দিবসটি। দিবসটিকে ঘিরে ছড়াটি লিখেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক আবদুল আলীম।

বামে মশা ডানে মশা

বামে মশা ডানে মশা
সামনে এবং পিছে!
মশা ছাড়া জীবনখানা
ষোল আনাই মিছে!
ফুলের টবে ফুল ফুটে না
করি মশার চাষ!
মশা আমার প্রিয় মশা
রক্ত চুষে খাস!
পয়সা ছাড়া গান শুনিয়ে
ফূর্তি করিস কত!
মারতে মানুষ ডেঙ্গু কেন
ছড়াস অবিরত!

সর্বশেষ

পাঠকপ্রিয়

: