Cvoice24.com

থিয়েটার ইনস্টিটিউটে সুরধ্যানের সঙ্গীতানুষ্ঠান বৃহস্পতিবার 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ২৯ মে ২০২৪
থিয়েটার ইনস্টিটিউটে সুরধ্যানের সঙ্গীতানুষ্ঠান বৃহস্পতিবার 

সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরধ্যান’ আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ছটায় চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন আর্য্য সঙ্গীত সমিতির অধ্যক্ষ উস্তাদ মিহির লালা। 

প্রধান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সঙ্গীতশিল্পী রিয়াজ ওয়ায়েজ ও কলকাতা থেকে আগত সঙ্গীতরজ্ঞ মধুমিতা চ্যাটার্জি। 

অনুষ্ঠানে দুই বাংলার গুণী শিল্পীদের মধ্যে অংশ নেবেন পণ্ডিত জহর মুখার্জি (কণ্ঠ), অমিতেষ বসু (চতুরঙ্গী), চিন্ময় মিদ্যা, সুদীপ চ্যাটার্জি, অমিত চৌধুরী দীপ্ত (তবলা)। 

তবলা লহড়া পরিবেশন করবেন রোমেন বিশ্বাস, সুশান্ত কর চৌধুরী, সানি দে, প্রান্ত আচার্য এবং সমবেত খেয়াল পরিবেশন করবেন সুরধ্যানের শিক্ষার্থী সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সঙ্গীতশিল্পী রিটন কুমার ধর।

সর্বশেষ

পাঠকপ্রিয়