চট্টগ্রামে তিন দিনব্যাপী জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন ২৫ এপ্রিল থেকে
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামে ‘সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ’ এর আয়োজনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন। নগরের থিয়েটার ইনস্টিটিউটে আগামী ২৫ এপ্রিল শুরু হয়ে সম্মেলন চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এবারের সম্মেলন উৎসর্গ করা হয়েছে উস্তাদ রশিদ খানকে।
সম্মেলনে ছয়টি অধিবেশনের মধ্যে রয়েছে, উদ্বোধনী, উচ্চাঙ্গ সংগীত পরিবেশন, প্রভাতী অধিবেশন ও সেমিনার। এতে দলীয়, কণ্ঠ ও যন্ত্রে দেশ-বিদেশের স্বনামধন্য শতাধিক শিল্পী উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন।
২৫ এপ্রিল, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬টায় প্রারম্ভিক অধিবেশনে উদ্বোধনপর্বের উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাব্বির ইকবাল। সভাপতিত্ব করবেন- সদারঙ্গের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। দ্বিতীয় অধিবেশন, উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
২৬ এপ্রিল, শুক্রবার, সন্ধ্যা সাড়ে ৬টায় উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে তৃতীয় অধিবেশন। ২৭ এপ্রিল, শনিবার, ৪র্থ তথা প্রভাতী অধিবেশনে সকাল ৯.০০টায় উচ্চাঙ্গ সংগীত পরিবেশনা। ৫ম অধিবেশন ১১টায় ‘উচ্চাঙ্গ সংগীতের প্রচার ও প্রসারে উচ্চাঙ্গ সংগীত শিল্পীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার। ষষ্ঠ ও অন্তিম অধিবেশন যথারীতি সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান।
তিনদিনের সম্মেলনে কণ্ঠ ও যন্ত্রে উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করবেন পণ্ডিত অসিত কুমার দে (কণ্ঠ), ময়মনসিংহ; শামিম জহির (সরোদ), ঢাকা; মাহামুদুল হাসান (বেহালা), রংপুর; আলমগীর পারভেজ সুমন (কণ্ঠ), রাজশাহী; জাকির হোসেন (তবলা), ঢাকা; প্রশান্ত কুমার দাস (তবলা), ঠাকুরগাঁও; সমীর আচার্য্য (তবলা), পশ্চিমবঙ্গ; অরণ্য চৌধুরী (সন্তুর), পশ্চিমবঙ্গ; অর্ঘ্য চক্রবর্ত্তী (কণ্ঠ), পশ্চিমবঙ্গ; দিলীপ বিশ্বাস (হারমোনিয়াম), পশ্চিমবঙ্গ; রনধীর দাশ (বাঁশী), চট্টগ্রাম; রিটন কুমার ধর (কণ্ঠ), চট্টগ্রাম; রাজীব দাশ (কণ্ঠ), চট্টগ্রাম; রাজীব চক্রবর্ত্তী (তবলা), চট্টগ্রাম; প্রমিত বড়ুয়া (হারমোনিয়াম), চট্টগ্রাম; অর্পিতা দেবী দোলা (কণ্ঠ), চট্টগ্রাম; সুশান্ত কর চৌধুরী (তবলা), চট্টগ্রাম; অমিত চৌধুরী দীপ্ত (তবলা), চট্টগ্রাম; মীর মোহাম্মদ এনায়েত উল্লাহ সানি (তানপুরা), চট্টগ্রাম; রাসেল দত্ত (বাঁশি), কক্সবাজার; অপরাজিতা চৌধুরী (বেহালা), চট্টগ্রাম; অন্বেষা চক্রবর্ত্তী (কণ্ঠ), নড়াইল; অমৃতা চক্রবর্ত্তী (কণ্ঠ), নড়াইল; অদ্বিতীয়া বড়ুয়া (কণ্ঠ), চট্টগ্রাম
এছাড়া সমবেত সম্মেলক সংগীত পরিবেশন করবেন- সদারঙ্গের শিক্ষার্থী সদস্য, ভায়োলিনিস্ট’স চট্টগ্রাম ও ক্লাসিক্যাল তবলা স্টুডেন্ট'স ফোরাম, বাংলাদেশ।