পটিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষ, চালক আহত

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮, ২ মে ২০২৪
পটিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষ, চালক আহত

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রিমিয়ার সিমেন্টবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ট্রাকচালক। 

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টার দিকে পৌরসভার আমজুর হাটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার।

আহত ওই ট্রাকচালকের নাম মো. আবদুর রউফ। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্ট-মেট্রো জ ১৬-০২৩৬ সিরিয়ালের যাত্রীবাহী ওই বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিলো এবং চট্ট-মেট্রো ম ১১-১২৮৮ সিরিয়ালের প্রিমিয়ার সিমেন্টবাহী ট্রাকটি চট্টগ্রামমুখী ছিলো। আমজুর হাটে বাসের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে যায়। ড্রাইভারের বামপাশে দরজার অংশের ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটিরও। 

পটিয়া ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. বেলাল হোসেন সিভয়েস২৪-কে বলেন, ‘সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস এবং সিমেন্টবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে আমরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।’

সর্বশেষ

পাঠকপ্রিয়