‘মিডিয়া অ্যাওয়ার্ড’ দিচ্ছে সিভয়েস২৪

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৮, ২১ এপ্রিল ২০২৪
‘মিডিয়া অ্যাওয়ার্ড’ দিচ্ছে সিভয়েস২৪

দেশের সবচেয়ে পাঠকপ্রিয় আঞ্চলিক নিউজ পোর্টাল চট্টগ্রামের সিভয়েস২৪ডটকম (www.cvoice24.com)। গেল ১১ এপ্রিল ২০২৪ জন্মের অর্ধযুগ পার করেছে গণমাধ্যমটি। এ উপলক্ষে আঞ্চলিক সাংবাদিকতায় বিশেষ পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘সিভয়েস মিডিয়া’ কর্তৃপক্ষ। 

জাতীয় ও স্থানীয় সংবাদপত্র, বাংলাদেশ থেকে পরিচালিত নিবন্ধিত নিউজ পোর্টাল এবং দেশের অনুমোদিত যেকোনো টেলিভিশন চ্যানেলে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা ‘সিভয়েস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪’ এর জন্য প্রতিবেদন পাঠাতে পারবেন। তবে সিভয়েস২৪ মিডিয়ায় কর্মরতদের জন্য এটি প্রযোজ্য নয়।

১১ এপ্রিল ২০২৩ থেকে ১০ এপ্রিল ২০২৪ পর্যন্ত সময়ে প্রকাশিত বা প্রচারিত আপনার ‘সেরা’ বিশেষ প্রতিবেদনটি পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়…

বিষয় 

  • চট্টগ্রামের সমস্যা-সম্ভাবনা, অনিয়ম-দুর্নীতি, অপরাধ, জনদুর্ভোগ, ব্যবসা-বাণিজ্য, পরিবেশ-প্রতিবেশ, মানবিক কার্যক্রম, খেলাধুলা, সুখবরসহ আঞ্চলিক যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ প্রতিবেদন।

তিন মাধ্যমে তিন পুরস্কার …

  • দৈনিক সংবাদপত্র, নিউজ পোর্টাল ও টেলিভিশন –প্রতিটি মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সেরা একটি করে প্রতিবেদন নিয়ে মোট তিনজনকে পুরস্কৃত করা হবে।

পুরস্কারে যা থাকছে …
বিজয়ী প্রত্যেকে পাবেন অর্ধলক্ষ টাকা। সঙ্গে থাকছে অ্যাওয়ার্ড স্মারক, সনদ ও উপহার সামগ্রী।

প্রতিবেদন পাঠাতে হবে...
ইমেইল : [email protected] অথবা বার্তা বিভাগ, সিভয়েস২৪, স্যানমার আরএল পার্কভিউ (১১/বি), ২৫/৩৫, জাকির হোসেন রোড, দক্ষিণ খুলশি, চট্টগ্রাম-৪২২৫।

প্রতিবেদন পাঠানোর শেষ সময় 
১০ মে ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট।

প্রতিবেদন জমা দেওয়ার নিয়ম

  • দৈনিক সংবাদপত্র ও নিউজ পোর্টালে প্রকাশিত বিশেষ প্রতিবেদন এই পুরস্কারের জন্য জমা দেওয়া যাবে। আর টেলিভিশনের ক্ষেত্রে শুধু নিউজ বুলেটিনে প্রচারিত বিশেষ প্রতিবেদন। পত্রিকার কোনো কলাম, উপসম্পাদকীয় ও মতামতধর্মী লেখা এবং টিভির তথ্যচিত্র গ্রহণযোগ্য নয়।
  • কোনো ছাপা পত্রিকার ওয়েব পোর্টালে প্রকাশিত প্রতিবেদন অনলাইন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য বিবেচিত হবে না।
  • প্রতিবেদন কুরিয়ার, ইমেইল অথবা সরাসরি সিভয়েস২৪ বার্তা বিভাগে জমা দেওয়া যাবে।
  • জমা দেওয়ার সময় খামের উপর অথবা ইমেইলের সাবজেক্টে প্রতিবেদনটি সংবাদপত্র, নিউজ পোর্টাল নাকি টেলিভিশন-তা উল্লেখ করতে হবে।
  • একজন অংশগ্রহণকারী শুধু একটি প্রতিবেদন জমা দিতে পারবেন। তবে সিরিজ প্রতিবেদন হলে পুরোটাই দিতে হবে।
  • প্রতিবেদনটি ১১ এপ্রিল ২০২৩ থেকে ১০ এপ্রিল ২০২৪ পর্যন্ত সময়ে প্রকাশিত বা প্রচারিত হতে হবে।
  • প্রতিবেদনের সঙ্গে প্রতিবেদকের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অফিসের পরিচয়পত্রের ফটোকপি, ইমেইল ঠিকানা, মোবাইল নম্বর ও কর্মস্থলের ঠিকানাসহ দুকপি পাসপার্ট সাইজ ছবি জমা দিতে হবে।
  •  প্রতিবেদনের সঙ্গে কর্মস্থলের প্রধান বা আঞ্চলিক প্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে।
  • দৈনিক সংবাদপত্র ও নিউজ পোর্টালে প্রকাশিত প্রতিবেদন প্রকাশের তারিখসহ একটি মূলকপি (সংবাদপত্র), পাঁচ (৫) সেট স্ক্যানকপি ও অনলাইন লিংক জমা দিতে হবে। আর টেলিভিশনের ক্ষেত্রে সম্প্রচারিত প্রতিবেদনের ভিডিও গুগল ড্রাইভ লিংক/সিডি/পেনড্রাইভে জমা দিতে হবে। সেইসঙ্গে প্রচারের তারিখ উল্লেখ করে সংবাদ উপস্থাপকের পঠিত অংশসহ নিউজ লিংক দিতে হবে।
  • সিভয়েস২৪ মিডিয়ার সঙ্গে জড়িত কেউ অ্যাওয়ার্ডটির জন্য আবেদন করতে পারবেন না।
  • জুরি বোর্ড বিজয়ী নির্ধারণ করবেন। জুরি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়