দেখা দিয়েই বৃষ্টির বিদায়, ফের কড়া রোদ

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪২, ২ মে ২০২৪
দেখা দিয়েই বৃষ্টির বিদায়, ফের কড়া রোদ

বৈশাখের তীব্র দাবদাহে ওষ্ঠাগত জনজীবন। গরমে অতিষ্ঠ মানুষ অপেক্ষা করছিল একটুখানি বৃষ্টির। অবশেষে নেমে এলো সেই স্বস্তির বৃষ্টি। তবে ১০ থেকে ১৫ মিনিট পরেই নিল বিদায়। নগরের আগ্রাবাদ, পতেঙ্গা, হালিশহর, নিউমার্কেট, মাদারবাড়ি, চাক্তাই, বাকলিয়া, বহদ্দারহাট, অক্সিজেন, কর্নেল হাট, কাট্টলীসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। এখন আবার আগের মত কড়া রোদ আকাশে। 

আগের দিন বুধবার (১ মে) বিকেল থেকে চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার রাতে অথবা বৃহস্পতিবার (২ মে) দুপুরে বৃষ্টি ঝরিয়ে গরমের তীব্রতা কমে যাওয়ার আভাস ছিল। তবে নগরজুড়ে স্বস্তির এই বৃষ্টির স্থায়িত্ব ছিল মিনিট ১০ থেকে ১৫। বৃষ্টি বাড়লে বিরাজমান তাপপ্রবাহ কেটে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

মুরাদপুর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান পিনাক্কল চাটার্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক সুলতানা নার্গিস বলেন, 'আর পারছি না গরম সহ্য করতে। তীব্র গরমের মধ্যে বাসায় ফ্যানেও কাজ হচ্ছে না। তার মধ্যে রাতে কয়েকবার আসা-যাওয়া করে বিদ্যুৎ। একবার গেলে এক ঘণ্টা পর আসে। ভেবে ছিলাম বৃষ্টিটা হলে গরম একটু কমবে। কিন্তু ১০-১২ মিনিট পর হাওয়া বৃষ্টি। এখন আবার রোদ উঠেছে কড়া। তবে মাঝে মাঝে হালকা বাতাস আছে।'

নগরের উত্তর কাট্টলী এলাকায় শহীদুল ইসলাম খোকন বলেন, 'সকালে ১৫-২০ মিনিটের মত বৃষ্টি হয়েছে। আরো বেশি হলে ভালো হতো। তাতেও আল্লাহর কাছে শুকরিয়া। তবে গরম কমেনি, বাতাস আছে।'

সাব এরিয়া এলাকার বাসিন্দা শিক্ষক স্মৃতি পাল বলেন, 'বৃষ্টি পড়েছে তবে যেরকম ভেবেছিলাম সেরকম হয়নি। টানা অসহ্য গরমের মধ্যে ৫-৭ মিনিটের বৃষ্টিতে কিছুই হয়নি। তবে স্বস্তি এটাই বৃষ্টি হয়েছে।'

পতেঙ্গা কাটগড় এলাকার জাইদুল ইসলাম দুর্লভ বলেন, 'আমাদের এখানে আজ সকালে ২০-২৫ মিনিটের মত বৃষ্টি হয়েছে। বাতাসের কারণে আগের চেয়ে গরম একটু কম লাগছে। এখন আবার রোদ উঠেছে।'

এদিকে আবহাওয়ার বৃহস্পতিবারের পূর্বাভাসেও চট্টগ্রামের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটের দিকে নগরের বিভিন্ন এলাকায় এক পশলা বৃষ্টি শুরু হয়। এতে কিছুটা স্বস্তি পাওয়া যায়। যদিও বৃষ্টি থেমে যাওয়ার পরপরই রোদের দেখা পায় নগরবাসী। এ সময় তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল বাকের বলেন, 'গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও থেমে থেমে হালকা ও মাঝামাঝি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়