কবি সালমান হাবীব আসছেন শনিবার
সিভয়েস২৪ প্রতিবেদক
কবি সালমান হাবিব চট্টগ্রামের বইমেলায় আসছেন ২৪ ফেব্রুয়ারি (শনিবার)। পুরো বিকেল জুড়ে থাকবেন শিখা প্রকাশনীর স্টলে।
সালমান হাবিব এ মুহূর্তে জনপ্রিয় একজন কবি। অমর একুশে বইমেলা উপলক্ষে তার প্রকাশিত কবিতার বই "কথাটা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো " ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে। দ্বিতীয় মুদ্রণের শেষে চলছে তৃতীয় মুদ্রণের কাজ।
২০১৮ সালে অমর একুশে বইমেলায় তার প্রথম কবিতার বই 'অতটা দূরে নয় আকাশ' প্রকাশিত হয়।
সালমান হাবীব একজন কবিতায় গল্প বলা মানুষ এবং ভালো আরজে হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। যিনি তার কবিতার মতোই সহজ সাবলীল। একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত যিনি জীবনকে যাপন করার স্বপ্ন দেখেন। তার প্রকাশিত বইসমূহ; 'অতটা দূরে নয় আকাশ' 'ভালোবাসি একটি কবিতার নাম' 'বিরামচিহ্ন' 'আপনি আমার দুঃখ শব্দের বিসর্গ' 'বিষাদের ধারাপাত' 'আল্লাহকে ভালোবাসি' ‘মন খারাপের মন ভালো নেই‘ 'দুখ দুগুণে পাঁচ' 'আমায় তুমি ফিরিয়ে নিও ফুরিয়ে যাবার আগে' 'কবি তার কবিতার' ও 'কথারা ফুরিয়ে এলে নাম ধরে ডেকো'।