বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২৭ এপ্রিল ২০২৪
বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রামের পটিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেল চট্টগ্রামস্থ স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  

পরিষদের জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়ার সভাপতিত্বে এবং চট্টগ্রাম অঞ্চলের সভাপতি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ডের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, সহ-সভাপতি সুমন বড়ুয়া বাপ্পি, সুমন বড়ুয়া, রিপন বড়ুয়া, নিপুন বড়ুয়া, শংকর বড়ুয়া, পটিয়া শাখার আহবায়ক উজ্জ্বল বড়ুয়া, সদস্য সচিব দেবাশীষ বড়ুয়া সাজু, সেবাব্রত বড়ুয়া বাবু, উত্তম বড়ুয়া মুন্না প্রমুখ।

সভায় পটিয়া শাখার পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই গঠন করে প্রকাশ করার সিদ্ধান্ত হয়। 

প্রসঙ্গত, বাংলাদেশী বৌদ্ধদের সর্বপ্রাচীন বৌদ্ধ যুব সংগঠন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ১৯৬৭ সালে প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে বৌদ্ধ সম্প্রদায়ের এ সংগঠনটি ৫৭ বছর ধরে মানবিক কর্মকাণ্ড সহ যুব উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে বিশ্ব বৌদ্ধ সৌভাতৃত্ব সংঘ যুব’র প্রথম এপিলেটেড সংগঠন হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে বঙ্গবন্ধুর স্বীকৃতিপ্রাপ্ত এ সংগঠনটি।

সর্বশেষ

পাঠকপ্রিয়