ঝড়ে ডুবল লবণবোঝাই ১৫ নৌকা, ২৬ মাঝিমাল্লাকে উদ্ধার করলো কোস্টগার্ড

সিভয়েস২৪ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ৮ মে ২০২৪
ঝড়ে ডুবল লবণবোঝাই ১৫ নৌকা, ২৬ মাঝিমাল্লাকে উদ্ধার করলো কোস্টগার্ড

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লবণবোঝাই ১৫টি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া এসব নৌযান থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ২৬ মাঝিমাল্লাকে। 

বুধবার (৮ মে) সকালে চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের মহেশখালী পর্যন্ত এলাকায় উত্তাল সাগরে লবণবোঝাই এসব নৌকা ডুবে যায় বলে জানিয়েছে কোস্টগার্ড। সকাল ৮টা ২০ মিনিটের দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় উত্তাল সাগরে সাঙ্গু নদীর মোহনা, আনোয়ারার উঠান মাঝির ঘাট, বারো আউলিয়ার ঘাট, দোভাষী বাজার ঘাট থেকে বাঁশখালী, মহেশখালী পর্যন্ত এলাকায় লবণবোঝাই একাধিক নৌকা ডুবে যায়।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. সুয়াইব বিকাশ বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী, লবণবোঝাই ১২ থেকে ১৫টি নৌকা ডুবে গেছে। মাঝিরা প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়ে ভাসতে থাকেন। এদের মধ্যে আমরা ২৬ জনকে উদ্ধার করেছি। তাদের পতেঙ্গায় এনে প্রাথমিক চিকিৎসা ও সেবা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও কেউ নিখোঁজ কিংবা ভাসমান অবস্থায় আছে কি না সেটা তল্লাশি করে দেখছি।’
 

সর্বশেষ

পাঠকপ্রিয়