উপজেলা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে তিনগুণ : টিআইবি
সিভয়েস২৪ ডেস্ক

পাঁচ বছর আগের তুলনায় এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের সম্পদ বেড়েছে ২৩১ শতাংশ, আয় বেড়েছে ১৪০ শতাংশ। তিন গুণ হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। রবিবার (১৯ মে) সকালে ২য় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
সম্মেলনে বলা হয়, কোথাও কোথাও সংসদ সদস্যকে সম্পদ বৃদ্ধিতে পেছনে ফেলেছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরাও। পদে না থাকাদের তুলনায় থাকাদের আয় ও সম্পদ বেড়েছে অনেক বেশি।
সংস্থাটি জানায়, এবারে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে ৭১ শতাংশ প্রার্থীই ব্যবসায়ী। অন্যদিকে, মোট প্রার্থীর মধ্যে ১৩ দশমিক ১৩ শতাংশ বিভিন্ন মামলায় অভিযুক্ত।
গবেষণা প্রতিষ্ঠানটি জানায়, ঋণগ্রস্ত প্রার্থী রয়েছেন ২৫ শতাংশ। ৩১০ দশমিক ৯৪ কোটি টাকার ঋণ নিয়ে তালিকার শীর্ষে আছেন নেত্রকোনার পূর্বধলার চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান। ৯৯ দশমিক ১৫ কোটি টাকার ঋণ রয়েছে দ্বিতীয় অবস্থানে থাকা কুমিল্লা সদর দক্ষিণের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামানের। তিন নম্বরে পিরোজপুরের নেছারাবাদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহাগ মিয়া। তার ঋণ ৩৫ দশমিক ৮৭ কোটি।
টিআইবি জানায়, দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান মিলে মোট প্রার্থী এক হাজার ৮১১ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২৩৫ জন, ভাইস চেয়ারম্যান ১৬৭ জন, নারী ভাইস চেয়ারম্যান ৬০ জনসহ মোট ৪৬২ জন প্রার্থী ঋণগ্রস্ত।
রাজনীতি সব খবর