Cvoice24.com

চট্টগ্রাম ওয়াসা
১০ বছর ধরে পানি নেই, তবু দিতে হয় বিল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ২৭ ডিসেম্বর ২০২৩
১০ বছর ধরে পানি নেই, তবু দিতে হয় বিল

১০ বছর ধরে পানি আসছে না, অথচ মাসের পর মাস গুনতে হচ্ছে বিল! বুধবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসার গণশুনানিতে এমন অভিযোগ তুলেছেন নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের এক গ্রাহক। 

জবাবে, কিছু স্থানে পানি আছে দাবি করে চট্টগ্রাম ওয়াসার এমডি শিগগিরই ওই এলাকায় একটি পানির ট্যাংক বসানোর আশ্বাস দেন। 

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে গণশুনানি ও সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায়, চট্টগ্রাম ওয়াসায় এখনো দুর্নীতি কমেনি বলেও মন্তব্য করেন ষষ্ঠবারের মতো ওয়াসার এমডির দায়িত্ব পালন করা এ কে এম ফজলুল্লাহ। তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসায় এখনো দুর্নীতি কমেনি। তবে,মিনিমাম (ন্যূনতম) অবস্থায় আছে।

দুর্নীতি কোথায় নেই— প্রশ্ন রেখে তিনি বলেন, দুর্নীতি চট্টগ্রাম ওয়াসায় আছে আপনারাও জানেন আমিও জানি। তবে আগের থেকে অনেকাংশে কমেছে এবং তা সহনীয় পর্যায়ে। আমাদের দরজা সবসময় খোলা, যে কোন সময় যে কেউ আমাদের কাছে আসতে পারে। 

এর আগে লিখিত বক্তব্য দেন ওয়াসার এমডি। এ সময় চট্টগ্রাম ওয়াসার চলমান ও সদ্য শেষ হওয়া প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা সবার সামনে তুলে ধরেন। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ওয়াসার সেবার মান বাড়বে বলেও তিনি জানান।

গণশুনানিতে ওয়াসার বোর্ড সদস্য, প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়