চসিকের সভায় তিন দফা অনুপস্থিত সিডিএ, ‘সমন্বয়হীনতার অভিযোগ’ এনে নালিশ যাবে মন্ত্রণালয়ে!
‘যে লাউ সেই কদু’র দশা চট্টগ্রামের বাঘা বাঘা সেবা সংস্থাগুলোর মধ্যে। বরং সমন্বয়ের প্রশ্ন এলেই সেবা সংস্থাগুলো অভিযোগ ছুঁড়ে দেয় একে অন্যের ঘাড়ে। এবার ‘সমন্বয়হীনতার অভিযোগ’ এনে সিডিএ’র বিরুদ্ধে মন্ত্রণালয়ে নালিশ জানাবে চসিক।