Cvoice24.com

লোকোমোটিভ ‘দেখভালে’ রেলওয়ের কমিটি

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:৫২, ১৩ জানুয়ারি ২০২৫
লোকোমোটিভ ‘দেখভালে’ রেলওয়ের কমিটি

লোকোমোটিভের কার্যকারিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য সাত সদস্যের একটি কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে।

রবিবার (১২ জানুয়ারি) যন্ত্রকৌশল শাখার উপ-পরিচালক (মেকানিক্যাল) মো. শহিদুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে এই কমিটি করা হয়।

কমিটিতে সদস্য করা হয়েছে, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) আহমেদ মাহবুব চৌধুরী, প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পশ্চিম) সাদেকুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক এ. বি. এম. কামরুজ্জামান, এসএসএই/এম/ঢাকা দেলোয়ার হোসেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন সাদিফ আরহান, নাজিব আহমদ, আতিফ-উল-কাদির।

কমিটির সদস্যরা লোকোমোটিভের কার্যকারিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে কাজ করবেন। এছাড়া লোকোমোটিভ ক্রয়ে দুর্নীতি এবং লোকোমোটিভে নিম্নমানের যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগের বিষয় খতিয়ে দেখবেন। লোকোমোটিভ সংক্রান্ত সকল বিষয়ে তদারকি করবে এই কমিটি।