আনোয়ারায় পুলিশের ওপর বিএনপির হামলা, ওসিসহ আহত ৪
সিভয়েস প্রতিবেদক
বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত আনোয়ারার ওসি।
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি নেতাকর্মীদের অতর্কিত হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চাতরী চৌমুহনী পিএবি সড়কে এ ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন সিভয়েসকে বলেন, আনোয়ারার শশী ক্লাব এলাকায় দুপুরে বিএনপির ব্যানার নিয়ে সড়ক অবরোধ করে কর্মীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে ওরা ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। এতে ওসিসহ চারজন আহত হন। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুজন আটক আছে।
সিভয়ে/ডিসি