Cvoice24.com

বাঁশখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাঁশখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৯, ১৪ আগস্ট ২০২৩
বাঁশখালীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে বাসচাপায় মো. সাইমুন (৩২) নামে ১ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কের কালীপুর নুর জাহান কনভেনশন সেন্টারের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাইমুন উপজেলার কালীপুর ইউপির পূর্ব গুনাগরীর মৃত আব্দুস শুক্কুরের ছেলে। আর গুরুতর আহতরা হলেন— জঙ্গল গুনাগরী ১ নম্বর ওয়ার্ডের তাহেরের পুত্র মো. তাকিব (১৭) ও একই এলাকার আফজালের পুত্র মো. হামিদ (২৮)।

এ বিষয়ে রামদাস হাট পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সোলাইমান বলেন, সোমবার দুপুরে কালীপুর ইউপির নুর জাহান কনভেনশন সেন্টারের সামনে বাঁশখালী এক্সপ্রেস নামক বাস (চট্ট-মেট্টো-জ-০৫-০১৫৭) পেছন থেকে মোটরসাইকেল (চট্ট-মেট্টো-হ-২১-২৬৮০) কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় এক মোটরসাইকেল আরোহী।  
 

সর্বশেষ

পাঠকপ্রিয়